হাসনাত তুহিন ফেনী :-
ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ই এপ্রিল। ইতিমধ্যে প্রার্থীদের সকল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করে প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে।
২৫শে মার্চ দুপুর ১২টায় সোনাগাজী উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার অজিত দেব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এইসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীগণ ও তাদের প্রতিনিধিগণের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
মেয়র পদে চুড়ান্ত ৪জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম খোকন- নৌকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাফেজ হিজবুল্লাহ- হাতপাখা।
সতন্ত্র প্রার্থী আবু নাছের- মোবাইল ফোন। সতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) শেখ সেলিম জগ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১-৩নং ওয়ার্ডের লটারিতে উম্মে ফাতেমা টেলিফোন, বিদ্রোহী মনিহার বেগম আনারস প্রতীক পেয়েছেন। ৪-৬নং ওয়ার্ডে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী তাসমিম আক্তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিজয়ী হওয়ার পথে। ৭-৯নং ওয়ার্ডে শাহানারা বেগম টেলিফোন, বিদ্রোহী মর্জিনা বেগম আনারস পেয়েছেন।
সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী মোস্তফা- পাঞ্জাবি, বিদ্রোহী প্রার্থী শাহজাহান সাজু- উটপাখি, মোশাররফ হোসেন- ডালিম প্রতীক পেয়েছেন।
২নং ওয়ার্ডে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী মোঃ হেদায়েত উল্যাহ পাটোয়ারী- উটপাখি, জামায়াত সমর্থিত সতন্ত্র প্রার্থী আলী ফরহাদ- টেবিল ল্যাম্প প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৩নং ওয়ার্ডে আওয়ামিলীগ মনোনীত আবদুল হালিম সোহেল ভূঞা- উটপাখি, বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী ইমাম উদ্দিন ভুঞা- পানির বোতল।
৪নং ওয়ার্ডে আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আজগর হোসেন- পাঞ্জাবি, জেলা আওয়ামিলীগ মনোনীত আবদুল্লাহ আল মোমিন শিমুল- পানির বোতল, সতন্ত্র বেলায়েত হোসাঈন বেলাল- উটপাখি প্রতীক পেয়েছেন।
৫নং ওয়ার্ডে জেলা আওয়ামিলীগ মনোনীত মোঃ নাছির উদ্দিন রিপন- উটপাখি, আওয়ামিলীগের বিদ্রোহী বাহার উল্যাহ- পাঞ্জাবি।
৬নং ওয়ার্ডে আওয়ামিলীগ মনোনীত আইয়ুব আলী খান- উটপাখি, সতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন – ডালিম, আবদুল হাই পাঞ্জাবি।
৭নং ওয়ার্ডে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী শেখ আবদুল হালিম মামুন- উটপাখি, বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন নয়ন- পাঞ্জাবি।
৮নং ওয়ার্ডে আওয়ামিলীগ মনোনীত জহির উদ্দিন- উটপাখি, বিদ্রোহী প্রার্থী শেখ কলিম উল্যাহ রয়েল- পানির বোতল, বিদ্রোহী শেখ ফারুক- পাঞ্জাবি, ইসলামি আন্দোলন প্রার্থী জাবেদ হোসেন- ডালিম।
৯নং ওয়ার্ডে আওয়ামিলীগ মনোনীত আকবর হোসেন- উটপাখি, বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন ভূঞা- পাঞ্জাবি প্রতীক বরাদ্দ পেয়েছেন
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..