প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২১, ৬:৪৯ পি.এম
ফেন্সিডিলসহ ভুয়া সাংবাদিক দম্পত্তি আটক
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
দিনাজপুরের ঘোড়াঘাটে ১ শত ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক চোরাকারবারি ভুয়া সাংবাদিক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (পহেলা মে) ভোর রাতে তাকে আটক করা হয়।
আটককৃত ভুয়া সাংবাদিক দম্পত্তি হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর ( বাংলা হিলি) উপজেলার দক্ষিণ বাসুদেবপুর ভীমপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মুন্না আলী বিহারী শামিম (৪৩) এবং তার স্ত্রী ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী শাপলা বেগম ওরফে সাংবাদিক সৃষ্টি চৌধুরী (৩৪)।
থানা সূত্রে জানাগেছে শনিবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় রাত্রীকালীন ডিউটি করছিল পুলিশের একটি টিম। ভোর ৫ টায় সময় দ্রুত গতিতে ছুটে চলা সন্দেহভাজন একটি মোটর সাইকেলকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে ছুটে যায়। পরে সড়কের আরো একটু সামনে উপ-পরিদর্শক হাবিবের নেতৃত্বে ডিউটিতে থাকা পুলিশের আরেকটি টিম খবর পেয়ে মোটর সাইকেলটিকে থামানোর চেষ্টা করে। চালক আবারো দ্রুত গতিতে এবং কৌশলে গাড়ি ঘুড়িয়ে পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া দিয়ে মোটর সাইকেলটিকে আটক করলে তারা সাংবাদিক পরিচয় দেয়। পুলিশের সন্দেহ হলে তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি চালিয়ে ১ শত ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং স্বামী-স্ত্রী দম্পতিকে আটক করে থানায় নেয়া হয়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন দৈনিক সূর্যোদয়কে বলেন, তারা ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। আটক ভুয়া সাংবাদিক শাপলা বেগমের নামে পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটে মাদকের দুইটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে এবং তার স্বামীর বিরুদ্ধেও জয়পুরহাটে দুইটি মাদক চোরাচালানের মামলা রয়েছে।
ওসি আরো বলেন, শাপলা বেগম নিজেকে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা, হাওর বার্তা এবং সত্যের বানী পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy