প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২১, ১:১০ এ.এম
ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীসহ আটক-৩
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
বগুড়ার আদমদীঘি পোওতা রেলগেট এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়কে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আটক করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের সদস্যরা।
শুক্রবার (৭ এ মে) সকালে আদমদীঘি উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের পোওতা রেলগেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী হতে ঢাকাগামী একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করা হয়। সেই সাথে তাদের সাথে থাকা একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাবুপাড়া উপজেলার লক্ষীপুর ভেড়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হুমায়ুন কবির (৩৫) ও তার স্ত্রী ঝর্না বেগম (৩১), কুমিল্লা জেলার ফকিরহাট ছোট দলুয়া গ্রামের ইসাহাক মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২৬)।
এবিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিন দৈনিক সূর্যোদয়কে বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী হতে ঢাকাগামী একটি প্রাইভেটকারে
অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আদমদীঘি থানা মাদকদ্রব্য আইনে মামলা করে। আসামীদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy