চট্টগ্রাম প্রতিনিধি: মাত্র দুই মাসের মাথায় ফের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম। বুধবার দিনগত রাতে চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার সর্বশেষ ফলাফলে তিনি দ্বিতীয় বারের মতো করোনা রিপোর্ট পজিটিভ হন। বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে কথা বলার সময় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান নিজেই।
এর আগে কয়েকদিন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলাম। তাই ১লা সেপ্টেম্বর করোনা টেস্টের জন্য নমুনা দেওয়া হয়েছে। বুধবার দিনগত রাতের রিপোর্টে উনার দ্বিতীয় বারের মতোই করোনা পজেটিভ আসে। উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রাশেদুল ইসলাম জানান, এর আগে গত ১৪ই জুলাই উপজেলা চেয়ারম্যান প্রথমবারের মতো করোনা পজিটিভ শনাক্ত হন। ওই সময়ও চেয়ারম্যান সাহেবের জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্ট ছিল। এবারও একই উপসর্গ ভুগছেন তিনি।
Leave a Reply