সিলেট প্রতিনিধি : দ্বিতীয়বার নমুনা পরীক্ষায়ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য প্রয়াত সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ এসেছে।
আজ মঙ্গলবার (১৬ই জুন) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে, গত ২৭ মে প্রথম দফায় নমূনা পরীক্ষার পর আসমা কামরানের করোনা পজিটিভ শনাক্ত হয়। তখন থেকেই তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। এরমধ্যে গত ৫ই জুন তার স্বামী সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। এরপর সোমবার (১৫ই জুন) ভোরে তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই শোকের মধ্যেই দ্বিতীয়বার নমুনা পরীক্ষার আসমা কামরানের রিপোর্ট পজিটিভ এলো। মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তবে আসমা কামরান এখন পর্যন্ত সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy