আসমা আহম্মেদ নিজস্ব প্রতিবেদকঃ
দেশের বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় দুই মাস বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এদিকে, আমদানি শুরুর খবরে বন্দরে আসতে শুরু করেছে পাইকাররা। প্রতিকেজি কাঁচা মরিচ স্থলবন্দরে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক ও আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, প্রায় দুই মাস বন্ধের পর আবার শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। দেশে বিভিন্ন জায়গায় বন্যার কারণে কাঁচামরিচের আবাদ নষ্ট হওয়ার কারণেই মরিচের সংকট দেখা দিয়েছে। যে কারণে বাজার ঊর্ধ্বমুখী। পণ্যটির দাম স্বাভাবিক রাখতেই প্রতিবছর আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে থাকি। এবারও আমদানি শুরু হয়েছে। পর্যাপ্ত এলসি করা হয়েছে। আমদানি বৃদ্ধি পেলে দাম অনেকটা কমে আসবে।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, হিলি স্থলবন্দরে আজকে ভারতীয় তিন ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। শুল্কায়ন শেষ পণ্যটি দ্রুত ছাড় দেওয়া হয়েছে। শুধু কাঁচা মরিচ না সব ধরনের পণ্যই শুল্কায়ন শেষে পণ্য নিতে পারেন আমদানিকারক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy