রিপোর্টিং ছিল সাড়ে ৯টায়। সাকিব আল হাসান মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলে এলেন সাড়ে ৮টার দিকেই। অন্য আরও ক্রিকেটারদের সঙ্গে তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ টায়। কিন্তু সূচী অনুযায়ী হলো না তার পরীক্ষা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নিচ্ছে বিসিবি। সোমবার প্রথম দিনে প্রথম গ্রুপেই ছিল সাকিবের নাম। মাঠে এসে হালকা কিছু কসরত করলেও হয়নি তার ফিটনেস পরীক্ষা। বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার জানালেন এটির কারণ। “যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারও কোভিড পরীক্ষা করানো হয়নি। এটা একটা ভাবনার কারণ। এছাড়াও সে দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এজন্যও একটু সময় লাগবে। বুধবার হতে পারে তার ফিটনেস টেস্ট।” যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই গুলশানে একটি সুপারশপ উদ্বোধনে লোকসমাগমে যোগ দিয়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। পরে কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে তিনি সোমবার আসেন মাঠে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy