ফ্রান্সে মাঝ আকাশে আল্ট্রা-লাইট বিমানের সঙ্গে অন্য একটি ছোট বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। পরে বিমান দুটি ফ্রান্সের ছোট একটি শহরে বাগানের মধ্যে পড়ে যায়। শনিবার এ দুর্ঘটনা ঘটে। বিমান দুটিতে সবমিলিয়ে পাঁচজন যাত্রীই ছিলেন। আল্ট্রা-লাইট বিমানে যাত্রী ছিলেন মাত্র দুজন। ডিএ ৪০ নামে অপর বিমানে ছিলেন তিনজন যাত্রী। এটি একটি পর্যটক বিমান। নাদিয়া সেঘিয়ার নামে ফান্সের এক সরকারি কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়। দমকলের ৫০ জন কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাঁচজন বিমান যাত্রীই মারা গেছেন। পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
ফ্রান্সে মাঝ আকাশে আল্ট্রা-লাইট বিমানের সঙ্গে অন্য একটি ছোট বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। পরে বিমান দুটি ফ্রান্সের ছোট একটি শহরে বাগানের মধ্যে পড়ে যায়। শনিবার এ দুর্ঘটনা ঘটে। বিমান দুটিতে সবমিলিয়ে পাঁচজন যাত্রীই ছিলেন। আল্ট্রা-লাইট বিমানে যাত্রী ছিলেন মাত্র দুজন। ডিএ ৪০ নামে অপর বিমানে ছিলেন তিনজন যাত্রী। এটি একটি পর্যটক বিমান। নাদিয়া সেঘিয়ার নামে ফান্সের এক সরকারি কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়। দমকলের ৫০ জন কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাঁচজন বিমান যাত্রীই মারা গেছেন। পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।