শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
নাগর নদী বাঁচাও “দৈনিক সূর্যোদয়”পত্রিকার ধারাবাহিক রিপোটের আজ ৫ম দিন।
কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাশিমালা রাস্তা পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদীতে চলছে ভূমিদস্যুদের তাণ্ডব।একের পর এক ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু।
প্রথমে তারা নদীর উপর উপরিভাগ থেকে মাটি বিক্রি করে। তারপর ড্রেজার মেশিন বসিয়ে নিজের মতো করেই বালু উত্তোলন করে চলেছে। যেন দেখার কেউ নেই তাদের ভয়ে সমাজে সবাই মুখ বন্ধ করে থাকে।
কাশিমালা রাস্তার পাশেই একটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন আবু জাফর নামের এক ব্যক্তি। মুঠোফোনে তাকে বালু ও মাটি কথা তেলার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ভাই আমার থেকে তো বড় ভূমিদস্যু রফিকুল যার বালুর পয়েন্টে সব সময় ৮ থেকে ১০ টা র্ট্রাক লেগেই থাকে। আমি তো মাত্র একটা দুইটা পয়েন্ট করে বালু উঠায় বলে সংযোগটি বিচ্ছিন্ন করেন।
অধ্যায় বৈকাল সাড়ে পাঁচ ঘটিকায় ভূমি কমিশনার এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন আমি ১৫ এপ্রিল ২০২১(গতকাল) এ যোগদান করেছি। আমি এখানে (কাহালুতে) নতুন আগে এলাকাটা ঘুরে দেখি এই মুহূর্তে আপনাকে কোন অফিশিয়াল মন্তব্য করতে পারছিনা তবে নাগর নদীর এই মাটি ও ভূমিদস্যুদের কথা আমার স্বরনে থাকবে।
Leave a Reply