প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২১, ১০:১৮ পি.এম
বগুড়ার শিবগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান বাড়ি ও মাদ্রাসা পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি
শেখর চন্দ্র সরকার বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান,বসতবাড়ি ও একটি মাদ্রাসা ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর ) মোকামতলা-সোনাতলা রোডের সামনের রাত পৌনে ১ টার দিকে
এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে
প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, সোনাতলা রোডে
রাত পৌনে ১টার দিকে ভাই ভাই বেকারির সামনের দোকানে লাগা আগুনে মানিক মিয়ার পার্টসের দোকান এবং দোকানে রাখা আটটি মোটরসাইকেল, মিঠু মিয়ার একটি লেপ-তোশকের দোকান, পেট্রল ও গ্যাসের দোকান এবং অতুল সাহার তেল, একটি মুদি দোকান, রাসেল ডাক্তারের বাড়ি, ফ্রেন্ডস ট্রেডার্সের জ্বালানি তেল, ডিজেল,পেট্রল ও গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দোকানের পেছনে থাকা একটি মহিলা মাদ্রাসাও আগুনে ভস্মীভূত হয়েছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দোকানের ভেতরে থাকা সব পণ্য ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারিনি। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার স্টেশন ও পার্শ্ববর্তী সোনাতলা, বগুড়া সদর ও কাহালু ফায়ার স্টেশনের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন এ সময় আগুন নেভাতে গিয়ে রুহুল আমিন নামে বগুড়া ফায়ার স্টেশনের এক কর্মী আহত হন।
স্টেশন অফিসার আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy