প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২১, ৭:৫৪ পি.এম
বগুড়ার সান্তাহারে ট্রেনে নেশার ইনজেকশনসহ যুবক গ্রেফতার
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ৫০ পিস নেশার ইনজেকশনসহ সোহাগ হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
গত শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টায় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি (ঝ) থেকে উল্লেখিত নেশার (এ্যাম্পল) ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ হোসেন নওগাঁ সদরের চকপ্রান এলাকার আব্দুল মজিদের ছেলে।
এদিকে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম সাংবাদিকদের জানান, গত ২০ নভেম্বর রাত ১ টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযানে সোহাগ হোসেনের ব্যগ তল্লাশি করে ৫০ পিস নেশার এ্যাম্পল ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক বহনকারী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গতকাল ২১ নভেম্বর রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy