শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
শুক্রবার ২২ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুধুমাত্র জুম্মা নামাজের জন্য ১ ঘন্টা বিদ্যুৎ চালু থাকবে। বিবিবি নেসকো লিঃ বগুড়ার নির্বাহী প্রকৌশলী (অতিঃ দাঃ) স্বাক্ষরিত এক বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাসেস প্রকল্পের আওতাধীন ফোর লেন সড়ক সম্প্রসারণের বিদ্যুৎ লাইন স্থানান্তর কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ ২ নেসকো লিঃ বগুড়া দপ্তরের আওতাধীনের
সেগুলে হলোঃ- ঝাউতলা-বড়গোলা-কাটনারপাড়া-শিববাটি-উপশহর-হাকির মোড়-ধরমপুর-বারোপুর-শিকারপুর-নেংড়া বাজার-ঘোড়াধাপ হাট-নওদাপাড়া-ঠেঙ্গামারা-বাঘোপাড়া-মাটিডালি-
জয়পুরপাড়া-বিসিক-কলেজ-ফুলবাড়ী-বৃন্দাবনপাড়া-কালিতলা-শিববাটি-চেলোপাড়া-নাটাইপাড়া-বউবাজার-ধাওয়াপাড়া-আকাশতারা-সাবগ্রাম-বুজরুকবাড়িয়া-ইছায়দহ-খামারকান্দি-ডাকুরচক-জয়বাংলা হাট-মানিকচক-কালিবালা এলাকাসমূহে উল্লেখিত সময় বিদ্যুৎ বন্ধ থাকবে।
উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক ভাবে বিদ্যুৎ বন্ধের জন্য কতৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy