প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৬:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২১, ১২:২৮ এ.এম
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে ড্রেন খননে মিলল প্রাচীন আমলের ভাঙা মূর্তি

শেখর চন্দ্র সরকার বগুড়া প্রতিনিধি
বগুড়ার মহাস্থানগড় এলাকায় বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন খননকালে প্রাচীন আমলের ৩ কেজি ২০ গ্রাম ওজনের একটি কালোপাথরের মূর্তির ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বুধবার (৮সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঐতিহাসিক মহাস্থানগড় ঈদগাঁহ মাঠ সংলগ্ন বানারসি গ্রামে মৃত দেলোয়ার হোসেনের মেয়ে পলি আক্তার পিংকি বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন খনন করতে গিয়ে (লেবার) শ্রমিক এই মূর্তিটি পেয়ে আত্মসাৎ করতে গোপন করে। এক সময় তাঁদের কানাঘুষা ও গতিবিধি সন্দেহ হলে পিংকি তাঁদের জিজ্ঞেসা করে।
এক পর্যায়ে তাঁরা মুর্তির কথা পিংকিকে জানায়। এসময় পিংকি এটি প্রত্নতত্ত্ব সম্পদ বলে তাঁর লেবারদের বলেন, "যেখানে পেয়েছ সেখানে রেখে দাও"। এরপর পিংকি শিবগঞ্জ থানা পুলিশ, মহাস্থান জাদুঘর ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। মহাস্থানগড় জাদুঘর এর কাস্টডিয়ান রাজিয়া সুলতানা, শিবগঞ্জ থানা তদন্ত (ইন্সপেক্টর) হাসমত আলী, এএসআই উজ্জ্বল হোসেন সহ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়ে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা হাসমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিবগঞ্জ থানাধীন রায়নগর ইউনিয়নের গড়মহাস্থান ঐতিহাসিক ঈদগাহ মাঠের পাশে বাড়ি ড্রেন খননকালে প্রাচীন আমলের কালো রংয়ের পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্থানীয় এলাকাবাসীরা বলেন, পিংকি মুর্তিটি ক্ষত হলেও নিজে পুলিশকে ডেকে উদ্ধার করে সততার পরিচয় দিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy