শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার কাশিমালা এলাকায় অবস্থিত
S.R.K ইটভাটায় নির্বিচারে পোড়ানো হচ্ছে কাঠ/ খড়ি। সরেজমিনে গিয়ে দেখা যায় ইটভাটায় কাঠ ও খড়ি। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দ্রুত এসে ভাটার ম্যানেজার চারপাশে থাকা খড়ির ছবি তুলতে নিষেধ করে, ম্যানেজ করার উদ্দেশ্যে বলেন, মালিকের ছেলের সাথে কথা বলতে।
ইটভাটার মালিকের ছেলে কে খড়ি পোড়ানোর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন, আসলে সবকিছু এখন আর নিয়ম মেনে চলেনা। তিনি আরও বলেন আমার ভাটার পাশ দিয়ে যে নদী বা ডোবা আছে সেখানকার পানির দূর্গন্ধে কাছেই যেতে পারবেন না। তাহলে আমার খড়ি পোড়ানোর কি দোষ।
আইন ও সরকারি বিধি-বিধানের তোয়াক্কা না করেই পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে এই ভাটা। ইটভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির উর্বর মাটি। জমির উর্বর মাটি উজাড়ের মাধ্যমে পরিবেশ ও আবাদী জমি ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, প্রভাবশালী ও ক্ষমতাশীন ব্যক্তি এই প্রশাসনের তোয়াক্কা না করে অবৈধভাবে রাস্তার পাশেই প্রকাশ্যে ইটভাটা চালাচ্ছে। ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের কথা থাকলেও এখানে তা অনুসরণ করা হচ্ছে না।
তিনি দ্রুত এই ইটভাটা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply