শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া ধুনটে জরিনা খাতুন (৫৪) নামে এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার ২৪ জানুয়ারী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পার নাটাবাড়ি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান,রবিবার দুপুরে নিজ ঘরের তিরের সাথে পার নাটাবাড়ি গুচ্ছগ্রামের নরু মন্ডলের স্ত্রী মানসিক ভারসাম্যহিন জরিনা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যার খবর পেয়ে ধুনট থানার এসআই রুহুল আমিন, এএসআই ফজলুর হক রবিবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় ঘটনাস্থলে গিয়ে, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হাসান মুকুল, ইউপি’র সদস্য দুদু মিয়া ও এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সাথে দীর্ঘ সময় কথা বলেন । জরিনা খাতুনের গলায় রশি দিয়ে আত্মহত্যার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় তার মৃতদেহ দাফন সম্পন্ন করার অনুমতি প্রদান করেন।
এসআই রুহুল আমিন আরও জানান, জরিনা খাতুনের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।