বগুড়া’র মহাস্থানে কোচের ধাক্কায় সিএনজির
যাত্রী নিহত
শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
Facebook Twitter share
শনিবার সকাল ৭ টা ৩০ মিনিটে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান হাতিবান্ধা নামক স্থানে কোচের ধাক্কা শিশু সহ সিএনজির একই পরিবারের ৩ জন যাত্রী নিহত, আহত হয়েছে ১৫ জন।
Surjodoy.com
জানা যায় শনিবার সকালে রংপুর ঢাকা মহাসড়কের মহাস্থান ব্রীজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুম্মার বাড়ী থেকে যাত্রী বাহী একটি সিএনজি (বগুড়া-থ-১১- ১৭৪১)বগুড়া যাবর পথে রংপুর গামী আহসান এন্টার প্রাইজ (ঢাকামেট্রো ব-১৫-৫৭৭৫)কোচটি সিএনজিকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই সিএনজির ২ জন যাত্রী মারা যায়। আহত যাত্রীকে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে আহত শিশুটিও মারা যায়।
The Daily surjodoy
উল্লেখ্য যে নিহত শিশু সন্তানকে নিয়ে বগুড়া ডাক্তারের কাছে যাচ্ছিল শিশুটির পরিবার । এ ঘটনার পর কোচটি ও সিএনজি ঘটনাস্থলেই রয়েছে । সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ,শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ী নির্বিঘ্নে চলাচলের জন্য মহাসড়ক একসাথে কাজ করে।
Leave a Reply