বগুড়ার মহাস্থানে মাদক সম্রাট আলমের মা ফেন্সিডিসহ গ্রেফতার
শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
Facebook Twitter share
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের মাদক সম্রাট “ডাল আলমের” মা আলেছা বেগম (৫৫) কে ৬৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
Surjodoy.com
শুক্রবার ৫ জুন গভীর রাতে গোপন সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে এস আই স্বপন মিয়া, এএসআই ইসরাফিল, এস আই বিরঙ্গ সঙ্গীয় ফোর্স মহাস্থান গড় পাথরপাড়া এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী আলম পালিয়ে যায়। আটকৃত আলেছা শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের লালু মিয়ার স্ত্রী।
The Daily surjodoy
জানা যায়, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এস আই স্বপন মিয়া, এ এস আই ইসরাফিল সঙ্গীয় ফোর্স গত ৫ জুন গভীর রাতে মহাস্থান গড় গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আলেছা বেগমকে আটক করে। এ সময় ওই বাড়ি তল্লাশী করে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
The Daily surjodoy
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আলেছা বেগমসহ আসামী করা হয়েছে তার ছেলে মাদক কারবারী আলম (৪২) ও আলমের স্ত্রী তুহিন বেগম (৩৭)কে।
The Daily surjodoy
ওসি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে আর কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply