শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে স্থানীয় এক কৃষক লীগ নেতা মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো দুই জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত আজহারুল ইসলাম নান্টু (৩২) উপজেলার নিয়ামতপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে ও স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে ময়দানহাট্টা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আলআমিন (৩০) কে একটি কক্ষে আটকে রেখে মারধর করছে জাফর এর লোকজন, খোকন ও শাহেদ নামের দুই যুবক ময়দানহাট্টা বন্দরে এসে এমনটি বললে ইউপি চেয়ারম্যান এস এম রুপমের লোকজন ক্ষিপ্ত হয়ে ময়দানহাট্টা বন্দরে বিভিন্ন দোকানে ভাংচুর করতে থাকলে জাফর ও তার লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে রুপম গ্রুপের আজহারুল ইসলাম নান্টু এবং জাফরের ভাগ্নে কামাল উদ্দিন ও জলিল ইসলাম আহত হন।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় আজহারুল ইসলাম কে শজিমেক হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিন টার দিকে তিনি মারা যান। আহত আরো দুই জন শজিমেক হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, দুই গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করেই মূলত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকার বর্তমান আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান এসএম রূপম ও নব্য আওয়ামীলীগ নেতা আবু জাফর মন্ডল আসন্ন ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহন করায় তাদের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ চরম আকার ধারণ করে। এ আধিপত্তকে বিস্তার কে কেন্দ্র করেই এ খুনের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, ঘটনার পরই রাত থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলার দায়ের করা হবে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy