শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় "বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১" ইং প্রতিযোগিতা ১৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
ম্যারাথনে প্রথম বিজয়ী হয়েছেন গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী আতিকুর রহমান।
সে উপজেলার সদর ইউনিয়নের হুদাবলা গ্রামের বেলাল প্রাং এর পুত্র। দুপুর ১২ টায় শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে
প্রধান অতিথি হিসাবে বিজয়ীর হাতে বিশেষ সম্মাননা পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর।
উল্লেখ্য বৃহস্পতিবার মহাস্থান জাহাজঘাট হতে শিবগঞ্জ থানা মোড় সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথন (দৌড়) সম্পন্ন হয়। অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর কবীর। পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, থানার ইন্সপেক্টর(তদন্ত) হরিদাস মন্ডল, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, মোকামতলা ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহসান হাবিব সবুজ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রান্না মিন্টু, শিবগঞ্জ সদর ইউপি সচিব হেলাল উদ্দিন প্রমুখ।
ম্যারাথন প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন শিবলী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy