শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
"মাক্স পড়ার অভ্যাস করুণ,করোনা মুক্ত বাংলাদেশ গড়ুন"। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহী করতেই এই উদ্দেগ।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক এর পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলা আমতলী বন্দর সহ বিভিন্ন বন্দরে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়রের ভাগ্নে মাহাবুবুর আলম বাধন। এই মাক্স বিতরণ কর্মসূচিতে বাধন বলেন,চলমান কর্মসূচির লক্ষ্য হলো জনগণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুপ্রাণিত করাই আমাদের মূল লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে আমতলী বন্দরের বিভিন্ন পেশার মানুষের মুখে মাস্ক পড়িয়ে দেন তিনি। করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এ সময় তিনি বলেন,
বাংলাদেশে বর্তমানে করোনার প্রাদুর্ভাব সর্বোচ্চ রেকর্ড পরিমাণ সংক্রমণের হার এবং মৃত্যুর হার অনেক বেশি।
এই মাক্স বিতরণ কর্মসূচীর মাধ্যমে আপনাদের জানাতে চাই,আপনারা যদি একটু সচেতন থাকেন ও স্বাস্থ্যবিধি মেনে চলেন তবে করোনা মোকাবিলা করা সম্ভব। এই স্বাস্থ্যবিধি মানে চলার অন্যতম মাধ্যম হলো মাস্ক পরিধান করা। আপনি কিংবা আমরা কেউই কিন্তু করোনা কোভিড ১৯ ঝুঁকিমুক্ত নই।
এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুব লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহারুল ইসলাম শাহীন,দৈনিক সূর্যোদয় জেলা প্রতিনিধি শেখর চন্দ্র সরকার,আমতলী বিশিষ্ট ব্যবসায়ী বাদল শেখ শিবগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ন আহ্বায়ক মমিন মন্ডল ও সফিক মন্ডল প্রমুখ। তারা প্রায় দুই শতাধিক মাস্ক বিতরণ করেছেন এবং যারা মাস্ক পরছেন না,তাদেরকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy