বগুড়া'র শিবগঞ্জে র্যাবের অভিযান জুয়ারি দলবল সহ আটক
শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
Facebook Twitter share
অবশেষে শিবগঞ্জে একদল জুয়ারিকে আটক করেছে বগুড়া র্যাব। শিবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে মাঝে মাঝে দেখা যায় কিছু জুয়ার আসর এর খবর।
Surjodoy.com
বগুড়া'র শিবগঞ্জে ১২ জুয়ারিকে আটক করেছে র্যাব। রোববার রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জের বিলহামলা দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন- শিবগঞ্জের উত্তর বিলহামলা এলাকার যথাক্রমে ফারাজ হোসেরের ছেলে আমজাদ হোসেন(৪২), তাজুল ইসলামের ছেলে
The Daily surjodoy
সুমন ইসলাম(৩১), খালেক প্রামানিকের ছেলে নাজির প্রামানিক(৩৯), মৃত আঃ জলিলের ছেলে জুয়েল(৩৫), বিলহামলা এলাকার আজাহার আলীর ছেলে আঃ মান্নান(২৪), জামুরহাট বড়াল এলাকার মৃত রবি চন্দ্র ভৌমিকের ছেলে মঙ্গল চন্দ্র ভৌমিক(৩৫), বিলহামলা এলাকার এজাজুল হকের ছেলে সোহেল(২৪), বিলহামলা নয়াপাড়ার বেলাল মিয়ার ছেলে মনজু মিয়া(২৮),
The Daily surjodoy
বুড়িগঞ্জের পরেশ শাহের ছেলে নয়ন শাহ(৩২), বিলহামলা নয়াপাড়ার বুলু মন্ডলের ছেলে রফিকুল ইসলাম(৩৫), উত্তর বিলহামলা এলাকার মৃত শমসেরের ছেলে শামীম(২৫) এবং বিলহামলা দক্ষিণপাড়ার মৃত আঃ সামাদের ছেলে তাজুল ইসলাম(৬০)। এসময় তাদের কাছ থেকে পাঁচ সেট তাস, ১৬টি সীমকার্ড ও ১১টি মোবাইল এবং নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।
The Daily surjodoy
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy