বগুড়ার সদরের গোকুলে স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা
শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া সদরের গোকুলে স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরে না আশায় নিজ কক্ষে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানাযায়,রোববার দিবাগত রাতে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পার্শ্ববর্তী স্কুল পাড়া গ্রামের জোবায়ের হোসেন এর পুত্র জিহান (২২) সে প্রায় ১ বছর আগে বগুড়ার কলোনীতে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করে মোসকান আক্তার নামের এক মেয়েকে। সাম্প্রতি স্বামী-স্ত্রীর মাঝে ক কোরবানি ঈদের কিছুদিন আগে ঝগড়া বিবাদ শুরু হয়। এক সময় স্ত্রী মোসকান আক্তার রাগ করে সে তার বাবার বাড়িতে যায়।
এদিকে স্ত্রীকে ফিরে আসার জন্য স্বামী জিহান একাধিকবার যোগাযোগ করলেও স্ত্রী মোসকান ফিরে আসবেনা বলে জানায়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে জিহান নিয়মিত তাঁর কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে তাঁর ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ পাওয়া যায়। পরিবারের ধারনা স্ত্রীর সাথে ফোনে কথা কাটাকাটির একপর্যায়ে মনের ক্ষোভে আত্মহত্যা করতে পারে।
এলাকাবাসী থানা পুলিশ কে অবগত করলে বগুড়া সদর থানার এস আই শরীফসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন অনুযায়ী লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জিহান আত্মহত্যার বিষয় নিশ্চিত করে গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ বলেন, ছেলেটি নম্র- ভদ্র স্বভাবের ছিল। শুনেছি স্ত্রীর সাথে বিবাদ ছিল স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরে না আশায় হয়তো আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy