শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া শহরের তিনমাথা এলাকায় যুব উন্নয়ন কেন্দ্রের সামনে থেকে ৪০ কেজি ওজনের ৩৭টি বিলুপ্ত প্রায় সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) একটি দল। এ ঘটনায় কচ্ছপ পাচারকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন,
ডব্লিউসিসিইউ’র পরিদর্শক অসীম কুমার মল্লিক।
আটককৃতরা হলেন, রবীন্দ্র চন্দ্র দাশ (৫৮) এবং রফিকুল ইসলাম (৫৩)। তারা দুজনেই বগুড়া সদরের বাসিন্দা। তারা কয়েক বছর ধরে কচ্ছপ পাচার করে আসছিলেন বলে জানিয়েছেন ডব্লিউসিসিইউ’র কর্মকর্তারা।
অসীম কুমার মল্লিক বলেন সোমবার ১৫ই মার্চ সকাল ৯টার দিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন “তীর”র সহায়তায় আমরা পাচারকারীদের হাত থেকে কচ্ছপগুলোকে উদ্ধার করা হয়। আটককৃত দুজনকে আমরা ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করব এবং কচ্ছপগুলোকে কোথায় অবমুক্ত করা হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। ডব্লিউসিসিইউ’র এই কর্মকর্তা আরও বলেন কচ্ছপ জলজ পরিবেশকে প্রাকৃতিকভাবে দুষণমুক্ত রাখতে সাহায্য করে।