বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১০১ টি নমুনার ফলাফলে নতুন করে ১০ জন করোনায় শনাক্ত হয়েছেন। জেলায় আক্রান্তের হার ৯ দশমিক ৯০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১২ জন। তবে নতুন করে কোন রোগীর মৃত্যু হয়নি। নতুন আক্রান্ত ১০ জনের মধ্য সদর উপজেলার ৮ জন, বাকী দুই জন ধুনট উপজেলার বাসিন্দা। সোমবার দুপুর ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডাঃ তুহিন জানান, ৬ ডিসেম্বর জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০১ টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনায় ৬ জন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৭ টির নমুনায় ৪ জনের পজিটিভ এসেছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ৮ হাজার ২০৬ জন। এছাড়া নতুন করে আর কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৩ জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৬৩৩ জন।