শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলায় ৮৬ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। সোমবার ২২ মার্চ সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রামে সরকারি খাস একটি পুকুর খনন করার সময় বিষ্ণু মূর্তিটি বেরিয়ে আসে।
জানা যায়, কাহালুর দেওগ্রামে সরকারি খাস পাল্লাপুকুর নামের পুকুরে স্কাভেটর মেশিন দিয়ে মাটি কাটার সময় উঠে আসে বিশাল আকৃতির কোনো কিছু। বিষ্ণু মূর্তি টি চিনতে না পেরে চালক অন্যদের ডাকাডাকি শুরু করেন। এতে পুকুরের আশেপাশে থাকা স্থানীয় লোকজন এসে মূর্তিটি দেখতে পান। এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন।
এ নিয়ে ওই এলাকায় ব্যপক হইচই পড়ে যায়। এলাকার সবাই মূর্তিটি একনজর দেখার জন্য ভিড় জমান। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মূর্তিটি উদ্ধার করে হেফাজতে নেয়।
কাহালু থানার ওসি আমবার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা এবং এর ওজন ৮৬ কেজি। মূর্তিটি প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy