শেখর চন্দ্র সরকার বগুড়া
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবি বগুড়ার একটি টিম ২০ তারিখ বেলা ৬.১০ টার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানার অধীন ভাইয়ের পুকুর বাজার হইতে দেড় কেজি গাঁজাসহ আসামী আমিরুল মণ্ডল (৩৫) কে গ্রেফতার করে। আমিরুল মন্ডল শিবগঞ্জ উপজেলার শিহালী (কলেজপাড়া) গ্রামের মৃতঃ লোকমান মন্ডলের ছেলে।
পৃথক আর একটি অভিযানে একই দিন রাত্রি ১১.১৫ টার সময় বগুড়া শহরের খোকন পার্ক থেকে ৫০ পিচ ইয়াবাসহ আসামী জুয়েল রানা (২২) পিতা-রমজান আলী গ্রাম-বুজরুক বাড়ীয়া ও কামরুল হাসান ওরফে তন্ময় (২৮) পিতা-মৃত আব্দুল হাকিম গ্রাম-সূত্রাপুর তেঁতুলতলা উভয়ের থানা-বগুড়া সদর জেলা-বগুড়া দুই জনকে গ্রেফতার করে।
এ বিষয়ে ডিবির ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ হয়েছে।
তিনি আরও বলেন, বগুড়া জেলাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy