শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
মতিউর রহমান মতি, জানে আলম খোকা ও তোফাজ্জল হোসেন ভুট্টু।
বগুড়ায় তিনটি পৌরসভায় মেয়র পদে একটিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে। বাকি দুটির একটিতে বিএনপির প্রার্থী ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীও বিএনপির বহিষ্কৃত প্রার্থী। তিনি জগ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত মেয়ররা হলেন, সারিয়াকান্দি পৌরসভায় মতিউর রহমান মতি (নৌকা প্রতীক), আদমদীঘি সান্তাহার পৌরসভার তোফাজ্জল হোসেন ভুট্টু (ধানের শীষ) ও শেরপুর পৌরসভার জানে আলম খোকা ( জগ)।
সারিয়াকান্দি পৌরসভা
বগুড়া সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমান মতি। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট।
সারিয়াকান্দিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দিতে মোট ভোট পড়েছে ৭১ দশমিক ৯৯ শতাংশ।
এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৪ জন। এছাড়া সাধারন কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৪ হাজার ১৫৮ জন।
সান্তাহার পৌরসভা
আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় টানা তৃতীয়বারের মত মেয়র পদে নির্বাচিত হলেন বিএনপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভু্ট্টু।
তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত আশরাফুল ইসলাম মণ্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট।
সান্তাহারে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩ জন প্রার্থী। এছাড়াও কাউন্সিলর পদে ২৪ জন ও মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮জন এবং নারী ভোটার ১৩ হাজার ১২১জন।
শেরপুর পৌরসভা
শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জানে আলম খোকা জগ প্রতীকে ৮৭৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আব্দুস সাত্তার নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬৮১ ভোট।
শেরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন প্রার্থী। এছাড়াও কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এ পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৭৫৪ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy