বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে ঘন কুয়াশায় ভটভটি উল্টে আজিজার রহমান (৪০) নামে একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কিচক নয়াপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আজিজার রহমান জযপুরহাট জেলার কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের বাসিন্দা।
জানাগেছে, আজিজার রহমান শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি যোগে মাছ নিয়ে বিক্রির উদ্দ্যেশে কিচক বাজারের যাচ্ছিলেন। পথে মোকামতলা-জয়পুরহাট সড়কে সকাল ৬ টার দিকে কিচক ব্রিজের কাছে নয়াপাড়া গ্রামের রাস্তার সামনে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি খাদে উল্টে যায়। ভটভটির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী আজিজার রহমান মারা যান।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।দুর্ঘটনায় ভটভটি চালকও আহত হয়েছেন।