প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২১, ৮:১৩ পি.এম
বগুড়ায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক পেল সাংবাদিকরা
শেখর চন্দ্র সরকার বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ উপলক্ষ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউল হক সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, নির্বাহি ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ। এসময় জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, আব্দুল মোত্তালিব মানিক, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মিলন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনোনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে সুষম উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশের সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করছেন। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে রয়েছেন।
করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আর্থিক অনুদানসহ খাদ্য সামগ্রী প্রদান অব্যহত রয়েছে। বিনামূল্যে টিকা প্রদান কাজ অব্যহত রয়েছে। তিনি বলেন, সারাদেশের ন্যায় বগুড়াতেও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরতে হবে। উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy