বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে১৭৫ বোতল ফেনসিডিল ও১০০ পিস ইয়াবা উদ্ধারকরেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। এসময় ৭ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(২২ জুলাই) সকাল থেকেদুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায়এই অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসারইনচার্জ (ওসি) আছলাম আলীজানান, বুধবার সকাল সাড়ে১০টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে বগুড়ার চারমাথা কেন্দ্রীয়বাস টার্মিনাল এলাকায় সামো রাজানামে একটি যাত্রীবাহী বাসেতল্লাশি চালায় ডিবি পুলিশ।
এ সময় ড্রাইভিং সিটেরউপরে টেলিভিশনের পেছনে তৈরি বক্সেরভেতরে বিশেষ কায়দায় লুকিয়েরাখা ১৫০ বোতল ফেনসিডিলউদ্ধার করা হয়।
পরেপুলিশ বাসের সুপারভাইজার শামিমআলম, হেলপার নয়ন মিয়া,মাদক ব্যবসায়ী অতিকুল ইসলাম ওসাকিব নামে ৪ জনকেগ্রেফতার করে। এ সময়বাস চালক পালিয়ে যায়।বাসটি জব্দ করা হয়।
ডিবি পুলিশের অপর একটি টিমবারপুর মোড় এলাকা থেকেজাহিদুল ইসলাম বিদ্যুৎ নামেএক যুবককে ২৫ বোতলফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহগ্রেফতার করে। এছাড়াঅপর একটি টিম অভিযানচালিয়ে ১০০ পিস ইয়াবাসহএকাধিক মামলার আসামি মাদকব্যবসায়ী রুবেল হোসেন ওতার স্ত্রী দুলালীকে গ্রেফতারকরে। আটককৃতদের নামে বগুড়া সদরথানায় মামলা হয়েছে.।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy