বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ ব্যাংক সিবিএ শাখাসহ সকল কর্মকর্তা ও কর্মচারি মানববন্ধন আলোচনা কর্মসূচি পালন করেছে।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক (বর্তমান দায়িত্ব) ও মহাব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) ড. সিরাজুল হক, উপ মহাব্যবস্থাপক হাফিজার রহমান, জয়ন্ত কুমার দেব, মিজানুর রহমান ফটিক সহ সকল উপ মহাব্যবস্থাপক বৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সভাপতি শামসুল আলম, কার্যকরী সভাপতি ডাঃ গোপাল চন্দ্র কর্মকার, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান হোসেন, সিবিএ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ সকল নেতৃবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মানববন্ধনে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এছাড়াও বাংলাদেশ ব্যাংক চত্বরে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।