শেখর চন্দ্র সরকার বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ১৭ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় উপজেলার কিচক বেলতলি হাফেজিয়া মাদরাসার টয়লেটের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বাধীন আমতলী মাছপাড়া গ্রামের সুপারি ব্যবসায়ী আলম মিয়ার ছেলে।
নিহত স্বাধীনের নানা নজরুল মিয়া জানান, শনিবার বিকেল থেকেই স্বাধীন নিখোঁজ ছিল। মাদরাসার শিক্ষকরাও কোন সদুত্তর না দিয়ে পালিয়ে যান।
এলাকাবাসী সূত্রে জানা যায় কেউ বলছেন ছাএটিকে মারা হয়েছে বা সাপের কামড়েও মরতে পারে বলে ধারনা করছে।
ওসি এসএম বদিউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।।