দীর্ঘদিন সংস্কার না করায় বগুড়ার শাজাহানপুরে জামাদার পুকুর-গাড়ীদহ হাইওয়ে লিংক সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এই সড়কে চলাচল করা শেরপুর, শাজাহানপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ দেড় বছর আগে সড়কটি সংস্কার করা হলেও বছর না পেরোতেই সড়কটির কয়েকটি অংশে কার্পেটিং উঠে যায়। এমনকি গভীর গর্তের সৃষ্টি হয়। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
অবশেষে জনদুর্ভোগ লাঘবে বুধবার বিকালে গোহাইল স্কুল ও কলেজের সভাপতি যুবলীগ নেতা আলী ইমাম ইনোকীর অর্থায়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কের পোয়ালগাছা, বেড়াগাড়ী ও চেচুঁয়াপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেন স্থানীয়রা। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও পথচারীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামতে অন্যান্যের মধ্যে অংশ নেন পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সোহেল রানা, যুবলীগ নেতা জনি, কাওছার, শ্রমিক লীগ নেতা আব্দুর রহিম, সমাজসেবক নজরুল ইসলাম তিতু, আরিফ, কাওছার, বাবু প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy