প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ৭:১৪ পি.এম
বগুড়া জিলা স্কুলের দুই শিক্ষার্থী করোনা আক্রান্ত
শেখর চন্দ্র সরকার, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জিলা স্কুলের দুই শিক্ষার্থীর করোনা আক্রান্ত হয়েছে । এর মধ্যে দুজন দশম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আক্রান্ত ওই দুই শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছিল। কয়েক দিন তারা ক্লাসে অনুপস্থিত থাকায় শ্রেণি শিক্ষক তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন। তখন অভিভাবকরা তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক দশম শ্রেণির প্রভাতি শাখার এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন ক্লাসে ৮-১০ জন করে অনুপস্থিত থাকছে। আমাদের অনলাইন ক্লাসের জন্য স্কুলের একটি ম্যাসেঞ্জার গ্রুপ আছে। সেখানে যাদের জ্বর বা সর্দি, কাশি আছে তারা স্কুলে না আসার কারণ জানায়।
সে আরও জানায়, করোনার উপসর্গ আছে এমন কেউ ক্লাস করতে আসছে না। পাশাপাশি স্কুলে প্রতিদিন সব নিয়ম মেনে প্রবেশ করানো হচ্ছে।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী জানান, আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি দশম শ্রেণির দুজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। বিষয়টি লিখিত আকারে জেলা শিক্ষা অফিসকে জানিয়েছি। করোনায় আক্রন্ত দুই শিক্ষার্থী ১৫ সেপ্টেম্বরের পর থেকে স্কুলে আসেনি। ইতোমধ্যে ১১ দিন পার হওয়ায় বাকি শিক্ষার্থীদের কোনো উপসর্গ না থাকায় তাদের নমুনা পরীক্ষা বা পাঠদান বন্ধের প্রয়োজন হচ্ছে না। এ ছাড়া প্রতিদিন সরকারি সব নির্দেশনা মেনে আমরা শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করাচ্ছি বলে জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy