জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
রবিবার (০২ জানুয়ারি) আনুমানিক রাত পৌনে আটটায় বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাড়িঁ এলাকার মালগ্রাম ডাবতলায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবলীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন- বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান ও আপেল। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর মধ্যে নাজমুল হাসান অরেঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক পদে রয়েছেন।
গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সেলিম রেজা।
তিনি আরো জানান, এখনও এ ঘটনার কারন জানা যায়নি তবে তদন্ত করে জানানো হবে। এর মধ্যে নাজমুল হাসান অরেঞ্জ এর মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা আশংকাজনক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy