বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ওসি,ডিবি, বগুড়া আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১০০ পিচ ইয়াবা এবং ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবির একটি টিম ১৯শে ডিসেম্বর বেলা ৩.৪৫ মিনিটে বগুড়া জেলার পুরান বগুড়া আযিযুল হক কলেজের কমার্স ভবনের পশ্চিমের মেইন গেট সংলগ্ন ওয়াপদা হইতে শেরে বাংলা হলগামী হিয়ারিং রাস্তার উপর হইতে ১০০ পিচ ইয়াবাসহ আসামী স্বপন প্রামাণিক(২৪), পিতা- রমজান প্রামাণিক, সাং-পুরান বগুড়া দক্ষিণ পাড়া,থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করে।
ডিবি বগুড়া অপর একটি টিম ১৮ই ডিসেম্বর বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর জহুরুল পাড়া হইতে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাটারি চালিত অটো ভ্যানে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ডিবি বগুড়ার তৃতীয় একটি টিম ১৯শে ডিসেম্বর বেলা ২.১০ মিনিটে বগুড়া সদর থানাধীন জলেশ্বরীতলা খাজাপাড়া মহল্লাস্থ জেলা পরিষদ গেট সংলগ্ন ভিআইপি সেলুনের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০বোতল ফেন্সিডিলসহ আসামী আলো (৪৩) পিতা মৃত শরিফুল ইসলাম, সাং বাদুরতলা তিব্বতের মোড়, থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy