শেখর সরকার বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি বগুড়ার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।দ
ডিবি বগুড়ার একটি টিম ২৮ তারিখ ২.৩০ মিনিটে বগুড়া সদর থানার খান্দার জিলাদারপাড়া হইতে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৫০বোতল ফেন্সিডিলসহ মোসলেম উদ্দিনন(৩৮) পিতা-তমিজ উদ্দিন সাং-রতনপুর থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাট ও আরো একজন শাজাহান আলী ওরফে সাজু (৩৫) পিতা- জহুরুল ইসলাম মিলন সাং-রণবীরবাল মধ্যপাড়া(ঘাটপাড়া) থানা-শেরপুর জেলা-বগুড়া(বর্তমান ঠিকানা-আলহাজ্ব মকবুল হোসেন পিতা-মৃত মোজাহার আলী জিলাদার সাং-খান্দার জিলাদারপাড়া, থানা ও জেলা-বগুড়া দুইজনকে গ্রেফতার করে। ডিবি বগুড়ার অপর একটি টিম একই তারিখ ১০.০৫ মিনিটে বগুড়া সদর থানা মাটিডালি বাজার হইতে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গোলাম রসুল (৪৮) পিতা-মৃত আফসার আলী সাং-দক্ষিণ গোদারপাড়া ও আসামী আরো এক আসামি আলমগীর হোসেন (৫০) পিতা-মৃত রমজান আলী সাং-মাটিডালি দুই জনের থানা ও জেলা-বগুড়াৃ গ্রেফতার করে। ডিবি বগুড়ার অন্য একটি টিম একই তারিখ ১১.০৫ মিনিটে বগুড়া সদর থানার স্টেশন রোড সংলগ্ন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে হইতে ১০ বোতল ফেন্সিডিলসহ আসামী আইরিন (৫১) পিতা-মৃত মকবুল হোসেন, স্বামী মৃতঃ রফিকুল ইসলাম সাং-মালগ্রাম তালতলা থানা-বগুড়া সদর জেলা-বগুড়া গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো।