শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া-শিবগঞ্জ বানাইল কেন্দ্রীয় মহাশ্মশানে
বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট এর আর্থিক সহযোগিতায় রাস্তা ও সেড নির্মাণ কাজের উদ্বোধন করেন।বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক ডাঃ মোহন লাল কানু,এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচীব আশীষ কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাঃ সম্পাদক বাবু দুলাল চন্দ্র অধিকারী,জেলা সদস্য সুবীর দও, শিবগঞ্জ কেন্দ্রীয় শিবমন্দির কমিটি এর সাধারণ সম্পাদক লক্ষীনারায়ন দাস (সংগ্রাম) ,মহাজোটের পৌর সভাপতি গণেশ প্রসাদ কানু, রমেশ প্রসাদ কানু সহ পূমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শ্মশান সংস্কারের সহযোগিতা করায় বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি উজ্জ্বল প্রসাদ কানু,শিবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু,রাজীব প্রসাদ কানু সহ সকল ব্যক্তির প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।