জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আনসার ও ভিডিপির উদ্যোগে সিরাজগঞ্জে আনসার ভিদিপির সদস্য-সদস্যাদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপি কার্যালয়ে রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচী অনুষ্ঠানের সূচনা করা হয়। এই বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচী একযোগে জেলার প্রতিটি উপজেলা কার্যালয়েও অনুষ্ঠিত হয়েছে। সকল স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচী পালন করা হয়।
সকাল ১১টায় জেলা কার্যালয় থেকে সিরাজগঞ্জের সুযোগ্য জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা এর নেতৃত্বে, এবং সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ জসীম উদ্দিন এর সার্বিক তত্বাবধানে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। র্যালী প্রদক্ষণ শেষে আনসার ও ভিডিপির সকল সদস্য-সদস্যাদের মাঝে বৃক্ষ বিতরণ ও জেলা কার্যালয়ের বিভিন্ন জায়গায় ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়।
এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, করোনার এই ক্রান্তিলগ্নে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও সবুজ বনায়নের জন্য এবং আনসার ভিডিপির সকল সদস্য সদস্যার মনোবল অটুট রাখতে মাননীয় প্রধান মন্ত্রীর দিক নির্দেশনায়, মহাপরিচালক মহোদয়ের সহযোগিতা ও সার্বিক তত্বাবধানে বাহিনীর কেন্দ্রীয় কাজের অঙ্গশ হিসাবে জেলাজুড়ে একযোগে মোট ৩হাজার ফলজ, ঐষধি, বনজ ও সব্জির চারা বিতরণ ও রোপন করা হয়েছে। জেলা কার্যালয় সহ সকল উপজেলা কার্যালয় থেকে এই চারা গুলো একযোগে বিতরণ করা হয়। এর মধ্যে সদরে ১হাজার এবং বাকি ২হাজার চারা বাকি আটটি উপজেলায় বিতরণ করা হয়েছে। এই বৃক্ষের চারাগুলি জেলা ও সকল উপজেলা কার্যালয়ের পাশাপাশি সকল সদস্য-সদস্যার বাড়ির আঙ্গিনায় রোপনের জন্য বলা হয়েছে।
এছাড়াও এসময় তিনি সকল সদস্যা-সদস্যার প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ ও সকল বন্যার্ত মানুষ ও পশু পাখির পাশে দাড়ানোর পাশাপাশি কোন এলাকায় কি দরকার তার খোঁজ খবর নিয়ে সহযোগিতা প্রদানের পাশাপাশি নিরাপত্তার উপওে দিক নির্দেশনা দেন। অনেক এলাকায় শুকনো খাবার, পানি নিরাপদ করণ ওষুধ, শিশু খাদ্য দরকার হতে পারে। এগুলোর খোঁজ খবর নিয়ে জানাতে বলেন। এছাড়াও বন্যায় বাধে আশ্রয় নেয়া মানুষগুলোর নিয়মিত খোঁজ খবর রাখতেও নির্দেশনা দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ জসীম উদ্দিন, সদরের উপজেলা আনসার কর্মকর্তা গোলাম মওলা সহ কার্যালয়ে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy