ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই শ্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে প্রতিবাদ সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, বিশেষ অতিথি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্র্যনালের জজ গোলাম ফারুক, চীফ জুডিসিয়াল মেজিস্ট্রেট ড. মো: আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, এনএসআই’র যুগ্ম পরিচালক হেমায়েত হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মনজুরুল রহমান, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান মোর্শেদ কামাল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল খায়ের মো: আব্দুল মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন, জেলা আনসার এ্যাডজুটেন্ট মো: রুবেল উকিল প্রমুখ।
বক্তারা ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..