সহিদুল ইসলাম,
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন গণতান্ত্রিক নেতা। নির্বাচনের মাধ্যমেই প্রত্যেকটি পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পগোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আমরা আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে সর্বদা আছি আমরা।
বিএনপির আজ নির্বাচনে যাওয়ার সাহস নেই মন্তব্য করে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিএনপির বিলুপ্ত হওয়ার কথা ছিল। এটি হত্যাকারীদের দল। আমি আবেদন করবো, জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করে। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে চলে যাবে।
Leave a Reply