এ,এইচ,এম তারেকুজ্জামান ফাইন প্রধান, লালমনিরহাট জেলা প্রতিনিধি:-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দুস্থ, অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) রংপুর খাদ্য সামগ্রী বিতরণ করে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) সদস্যরা ২৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে চাল, ডাল, সয়াবিন তেল, আটা, লবণ, চিনি, চা প্রভৃতি দেয়া হয়।
পাটগ্রাম পৌরসভার মির্জারকোট থেকে ত্রাণ নিতে আসা শতবর্ষী আফসার উদ্দিন বলেন, আমাকে এই উপহারগুলো (আর্মি) দিয়েছে। আমি বয়স্ক মানুষ, ত্রাণের বস্তার ওজন সহ্য করতে পারিনি বলে, তারাই আমাকে সাহায্য করে গাড়িতে তুলে দিয়েছে । তাদের জন্য আমি দোয়া করি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy