দেশের প্রথম টানেল অর্থাৎ কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ও প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর মো. মহিউদ্দিন চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
২২ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় এ মতবিনিময় সভা উপজেলা সদরস্থ ডাকবাংলোতে অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু টানেল, গভীর সমুদ্রবন্দর, কক্সবাজার রেল লাইন ইত্যাদি শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের উন্নয়ন ও শ্রীবৃদ্ধি ঘটাবে। এক সময় বার্মায় (মায়ানমারে) এ অঞ্চলের মানুষ ব্যবসা ও অন্যান্য কাজে যেতেন। সেই মায়ানমারের জন্য বাংলাদেশ আজ অনুকরণীয়। গত পৌনে পনের বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। বিদেশ নির্ভরতা নেই বললেই চলে। যে কারণে, দেশী-বিদেশী কুচক্রী মহল ষড়যন্ত্রের সন্ধানে ব্যস্ত হয়ে গেছে।
আগামী ২২ অক্টোবর টানেল উদ্বোধনোত্তর প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
তিনি বলেন, মেগাপ্রকল্পসমুহের সফল সমাপ্তি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, তা যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন সমুহের নেতা-কর্মীরা প্রতিহত করবে।
তিনি বলেন, একজন দলীয় কর্মী ও সেবক হিসেবে মনোনয়ন চাওয়ার অধিকার সবার রয়েছে। সে হিসেবে তিনিও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। তবে নেত্রী যাকে মনোনয়ন দিবেন, তার পক্ষেই তিনি কাজ করবেন।
মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় চন্দনাইশে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।