প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২১, ২:০৬ এ.এম
বছরে ৬৪ হাজার কোটি টাকা পাচার করেন গার্মেন্টস মালিকরা

অনলাইন ডেস্ক
দেশের কিছু গার্মেন্টস মালিক আমদানি-রপ্তানির আড়ালে বছরে গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচার করেন বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।কতিপয় গার্মেন্টস মালিকদের খোঁজে চার সদস্যের একটি টিম গঠন করে অনুসন্ধান শুরু করেছে দুদক।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সংস্থাটির সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানান।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, কিছু গার্মেন্টস মালিকের বিরুদ্ধে কিছু পাবলিক সার্ভেন্টের সহযোগিতায় অবৈধ সম্পদ অর্জনপূর্বক আমদানি-রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচার হচ্ছে।
আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিদেশে পাচারের একটি অভিযাগ পাওয়া যায়। এরপর দুদক এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। বর্তমানে দুদকের একটি অনুসন্ধান টিম অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওভার ইনভয়েসিংয়ের অভিযাগে অনুসন্ধান শুরু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চাহিদার ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড ওভারইন ভয়েসিং সংক্রান্ত কিছু তথ্য পাঠায়, যার ভিত্তিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে একটি অনুসন্ধান টিম গঠন করেছে। বর্তমানে উক্ত টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।
সচিব আরও জানান, বিষয়বস্তু ব্যাপক হওয়ায় এ বিষয়ে অনুসন্ধান সম্পন্ন করতে সময়ের প্রয়োজন। দুদক তার চাহিদার প্রেক্ষিতে এনবিআর থেকে তথ্য পেতে শুরু করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy