প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২১, ১০:৪০ পি.এম
বটবৃক্ষের মত সবার পাশে দাঁড়িয়ে থাকুক বান্দরবান প্রেসক্লাব- পার্বত্য মন্ত্রী বীরবাহাদুর

আকাশ মারমা মংসিং বান্দরবানঃ
বটবৃক্ষের মত সাধারণ মানুষের পাশে থাকুক বান্দরবানে প্রেস ক্লাব " শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই কথা বলেন।
পার্বত্য মন্ত্রী বলেন, প্রাকৃতিক পরিবেশ ক্ষেত্রে নয় করোনাকালী সময়ের খাদ্যদ্রব্য মাস্ক বিতরণ ও পরিষ্কার পরিছন্নতা সহ বিভিন্ন কার্যক্রম বান্দরবান প্রেসক্লাব উদ্যেগ নিয়েছে। পরিবেশ রক্ষা জন্য চারিপাশে প্রকৃতিক এই গাছ লাগানো পরিকল্পনা নেওয়া প্রেস ক্লাব এর মহৎ উদ্যেগ বলে স্বাগতম জানান।
১০ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঐতিহাসিক বান্দরবান রাজার মাঠে বনায়ন সহযোগীতায় ও প্রেস ক্লাব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এইসময় বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু মারমা,রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারী অমল কান্তি দাশ, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুর রহমান, প্রেস ক্লাবে সভাপতি মিনারুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ জেলা সকল গনমাধ্যমকর্মী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy