রেখা মনি নিজস্ব প্রতিবেদকঃ দলীয় শৃঙ্খলা না থাকার অভিযোগ তুলে জাতীয় পার্টির (জাপা) বদরগঞ্জ উপজেলা কমিটি থেকে সভাপতি আসাদুজ্জামান চৌধুরী সাবলু ও সম্পাদক ওবায়দুল হকসহ ৭১ নেতাকর্মী পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।এ তথ্য নিশ্চিত করে আসাদুজ্জামান চৌধুরী সাবলু বলেন, দীর্ঘদিন ধরে পার্টিকে সুসংগঠিত করতে চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। দলের কোথাও শৃঙ্খলা নেই। দলের চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সবই জানেন। কিন্তু কোনোভাবেই নিরসনের উদ্যোগ নেন না। সমস্যার সমাধান না করে একে অপরের দিকে আঙুল তোলেন। এভাবে তো আর দল করা যায় না। এ কারণে উপজেলা কমিটির ৭১ সদস্যই একযোগে পদত্যাপত্র জেলা কমিটির কাছে জমা দিয়েছি।
৭১ জনের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক বলেন, পদত্যাগের বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে আমার কাছে এ সংক্রান্ত লিখিত কোনো কাগজপত্র জমা হয়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy