প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২১, ১:১৯ পি.এম
বদলগাছীতে আতশবাজিতে প্রাণ গেল এক শিশুর
মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে কালী পূজার উৎসবে আতশবাজিতে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশু শ্রী শ্রাবণ চন্দ্র (১০) উপজেলার আধাইপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শ্রী নিশি চন্দ্রের একমাত্র ছেলে। শ্রাবণ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, কালী পূজার আনন্দ-উৎসবে পাড়ার অন্যান্যদের সাথে
শ্রাবণ আতশবাজিতে মেতে উঠে। আতশবাজি ফুঠানোর এক পর্যায়ে একটি পটকা ফুটে তার থুতনীর নিচে আঘাত লেগে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
তাৎক্ষনিক পরিবারের ও স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলেন, সন্ধ্যার পর এলাকার ছেলেরা
আনন্দ উৎসব করার সময় একটি পটকা জোরে শ্রাবণের গলায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে নিয়ে হাসপাতালে গেলে সে মারা যায়। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy