নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাট জেলার পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছীতে প্রেমিকের সাথে দেখা করতে এসে প্রেমিকা গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ধর্ষিতা (১৮) নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
অভিযুক্তরা হলো বদলগাছী উপজেলার রামপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মমিনুর হোসেন ওরফে লাদেন (১৯) ও একই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে মমিন হোসেন(১৯) এবং অজ্ঞাতনামা আরো একজন।
থানার এজাহার সূত্রে জানা যায়, বদলগাছী থানার পারআধাইপুর গ্রামের এক ছেলের সাথে পার্শবর্তী পত্নীতলা থানাধীন দক্ষিণ আড়াইল গ্রামের এক মেয়ের দীর্ঘ পাঁচ বছর যাবৎ প্রেমের সম্পর্ক হয়।
গত বৃহস্পতিবার(১৮ মার্চ) প্রেমিকের সাথে দেখা করার জন্য প্রেমিকের খালাতো ভাইয়ের বাসায় আসে ঐ মেয়েটি। রাত আনুমানিক ১২ টার দিকে প্রেমিকের সাথে সাক্ষাৎ শেষে মেয়েটি ঐ বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ওৎ পেতে থাকা অভিযুক্তরা মেয়েটিকে জোরপূর্বক পার্শবর্তী ক্ষেতে নিয়ে যায়।
এরপর মেয়েটির মুখ বেধে এবং হাত-পা ধরে রেখে অভিযুক্তরা পর্যায়ক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি নিজে বাদী হয়ে আজ(১৯ মার্চ) থানায় দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো একজনকে আসামী করে মামলা দায়ের করে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক সূর্যোদয় কে বলেন, মেয়েটি নিজে বাদী হয়ে থানায় এসে ধর্ষণ মামলা করেছে। পরে ২ জন আসামীকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামীকে আটকের জোড় তৎপরতা চলছে।
Leave a Reply