উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর নেতৃত্বে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয় ।
এসময় নওগাঁ – ৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার উপস্থিত ছিলেন ।
অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি ) চৌধুরী জোবায়ের আহম্মদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, প্রেসক্লাব বদলগাছী’র সভাপতি ফজলে মওলা, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান প্রমুখ ।
এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় ।
সকাল ৭ টায় ভাষা আন্দোলনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হয় ।
দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয় ।