আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
Facebook Twitter Instagram share
প্রধানমন্ত্রী'র উপহার সারা দেশের ন্যায় সাভারে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ ২০শে মে বৃহস্পতিবার সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বয়স্ক ভাতা কার্যক্রমের শুরু করা হয়।বাংলাদেশ সরকারের নির্দেশনা মতে এ বছর বয়স্ক মহিলাদের ৬০এবং পুরুষদের জন্য ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে।
Surjodoy.com
এ কার্যক্রমে উপস্থিত থেকে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া পাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ধারাবাহিকায় আজ থেকে বনগাঁও ইউনিয়নে বয়স্কদের জন্য বয়স্ক ভাতা কার্যক্রম শুরু করা হয়েছে।
The Daily surjodoy
তিনি আরো বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এর দিকনির্দেশনা মেনে বনগাঁও ইউনিয়নে সঠিক তথ্য যাচাই বাছাই করে সুষ্ঠ ভাবে বয়স্ক ভাতা কার্যক্রম পরিচালিত হবে।
The Daily surjodoy
এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজ সেবা অফিসার মো: শিবলী জামান, বনগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হক, বনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও অত্র ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান,বনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, মহিলা মেম্বার বায়েলা খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy